আওয়ামী লীগের আমলে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে: আলাল

0

আওয়ামী লীগের আমলে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন রাষ্ট্র, সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল আলাদা জিনিস। বর্তমান সরকার এই চারটিকে একাকার করে ফেলেছে।

মুন্সীগঞ্জের মুক্তারপুরে গতকাল সোমবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপি আয়োজিত ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলাল এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রাষ্ট্র আলাদা জিনিস, সরকার আলাদা জিনিস, সাংবিধানিক প্রতিষ্ঠান আলাদা জিনিস, রাজনৈতিক দল আলাদা জিনিস। বর্তমান সরকার (আওয়ামী লীগ) এই চারটিকে একাকার করে ফেলেছে। এই চারটি কখনও এক হতে পারে না। সমাজের এমন কোনো জায়গা নেই যেখানে ক্ষত সৃষ্টি না করেছে এই সরকার। রিজার্ভ চুরি করেছে এই সরকার। হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। কিছুদিন পরপর গরু চুরি, ছাগল চুরির অপরাধে ছাত্রলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার হচ্ছে। ভোট চুরি বাদই দিলাম, ছাগল চুরি থেকে ব্যাংকের রিজার্ভ চুরি—সবই আওয়ামী লীগের দখলে।

আলাল আরও বলেন, আজ কোথাও ভোট নেই। কোনো প্রতিষ্ঠানে ভোট হয় না। মসজিদে ইমাম নিয়োগ কমিটি গঠনেও ভোট করতে দেয় না। আওয়ামী লীগের আমলে ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে।  যা দিয়ে ৫০টি পদ্মা সেতু করা যেত। হুঙ্কার দেয় আওয়ামী লীগ, নিজের নেতা বক্তব্য দেবে সে মঞ্চ ঠিক মতো বানাতে পারে না। সেটা ভেঙে পড়ে যায়। তাহলে আপনারা কী করবেন। তাই এখনও বলছি সসম্মানে চলে যান। বিএনপি মনে করে রাষ্ট্রের মেরামত প্রয়োজন। এ সরকারের পতনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, দেশে আজ অরাজক পরিস্থিতি কায়েম রয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে বিএনপি।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com