তত্ত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীনে এদেশে নির্বাচন হতে দেয়া হবে না: হারুন
বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এদেশে হতে দেয়া হবে না। শেখ হাসিনার অধীনে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
সোমবার (৯ জানুয়ারি) গাইবান্ধা পাবলিক লাইব্রেরির হল রুমে জেলা বিএনপির উদ্যোগে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিশ্লেষণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হারুন অর রশিদ আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ঘোষিত ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের কোনো বিকল্প নাই। মানুষের ভোটের অধিকার রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এজন্য জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে।