বিএফ.৭ এর লক্ষণ কী কী?

0

করোনা সংক্রমণ আবারও বাড়ছে। এবার দেশেও শনাক্ত হয়েছে ওমিক্রনের উপধরন বিএফ.৭। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এই ভাইরাসে আক্রান্ত একজন মানুষ প্রায় ১৮ জনের মধ্যে রোগ ছড়িয়ে দিতে পারে। আসলে ওমিক্রন বিএফ.৭ খুব দ্রুত ছড়ায়। তবে এর উপসর্গ এখনো তীব্র হয়ে দেখা দেয়নি।

বিএফ.৭ এর লক্ষণ কী কী?

ওমিক্রনের এই উপধরনে সংক্রমিত হলে শরীরের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের নানা উপসর্গ দেখা দিচ্ছে। জ্বর, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, কাশি’সহ কিছু মানুষের ডায়রিয়ার মতো লক্ষণও দেখা দিচ্ছে। এই ধরনের উপসর্গ দেখলে সতর্ক হতে হবে।

বিগত এক বছরে করোনার লক্ষণ প্রায় একই আছে। আসলে এর পেছনে মূল কারণ হলো ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি। এই ভাইরাসের উপধরনই ঘুরে বেরাচ্ছে।

টিকা নেওয়ার পর কোভিড হলে?

অনেকের টিকা নেওয়ার পরও কোভিড হচ্ছে। এই প্রসঙ্গে জোয়ে কোভিড অ্যাপ জানাচ্ছে, রোগীর মৃদু কিছু লক্ষণ থাকে।

যেমন- গলা ব্যথা, নাক দিয়ে জল গড়ানো, নাক বন্ধ হয়ে যাওয়া, কাশি, মাথাব্যথা ইত্যাদি। এনব লক্ষণ দেখলে কোভিড ১৯ পরীক্ষা করুন ও সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করুন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com