মালানের ব্যাটে লড়ছে কুমিল্লা
আজ (বিপিএল) সোমবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাসকে হারিয়ে বসে কুমিল্লা। থিসারা পেরেরার বলে ব্যক্তিগত ৮ রান করে ফেরেন এই ওপেনার। সাময়িক সে চাপ সামলে নেন ডেভিড মালান এবং সৈকত আলি।
মাশরাফি মুর্তজার এক ওভারে ৩ চার মেরে ভালো শুরুর আভাস দিলেও সৈকত ফিরে গেছেন ২০ রান করে। এরপর দলীয় অধিনায়ক ইমরুল কায়েসও ক্রিজে পারেননি থিতু হতে। মোহাম্মদ আমিরের বলে ক্যাচ আউট হয়ে ব্যক্তিগত ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর অবশ্য এক প্রান্ত আগলে রেখে ইনিংস মেরামত করার চেষ্টা করছেন ইংলিশ ক্রিকেটার মালান। সঙ্গী হিসেবে ক্রিজে তার সঙ্গে রয়েছেন জাকের আলি অনিক। মালান ২৩ এবং অনিক রয়েছেন ১৮ রানে অপরাজিত। ১০ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৭২ রান।