ড. কামালের নেতৃত্বে জোট করা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: কাদের সিদ্দিকী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট করা জীবনের ‘সবচেয়ে বড় ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রোববার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন জাতীয় পার্টির (জেপি) ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের কথায় ঐক্যফ্রন্টে যোগ দিয়ে বিএনপির সাথে ২০১৮ সালে নির্বাচন করাটা ছিল আমার জীবনের সবচেয়ে ‘বড় ভুল’। ড. কামাল হোসেনকে ভালো নেতা মনে করে জোটে গিয়েছিলাম কিন্ত দেখলাম ওনার নেতৃত্ব ভালো না।’
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বড় বোনের সাথে তুলনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বড় বোন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বোনের সেই অভাব পূরণ করেছেন। তিনি আমাকে ভাই মনে করেন। তিনি আমাকে বজ্র বলে ডাকেন। প্রধানমন্ত্রীর জন্য আমি জীবনও দিতে পারি।’