তারেক-জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্ত: খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল
খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জানুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
এ সময় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।
এ সময় তিনি বলেন, সম্পত্তি ক্রোকের আদেশ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। তারেক রহমানের সম্পত্তি মানে সারা বাংলাদেশ।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে শফিকুল আলম বলেন, বিএনপি কখনোই প্রহসনের নির্বাচনে যাবে না। নেতাকর্মীরা নিজেদের জীবন দিয়ে হলেও নির্বাচন প্রতিহত করবে। এদেশে আর দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না। যতই হামলা, মামলা, আর বাধা আসুক না কেন অবৈধ সরকারের কোনো বাধাই জনগণ আর মানবে না। তিনি সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান।
খুলনা আদালতপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।