যেখানে গণতন্ত্রের বাহন নির্বাচনকে ধ্বংস করা হয়েছে, সেখানে গণতন্ত্র থাকতে পারে না: নজরুল

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশে শুধু গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে তা না, মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দেশের নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যেখানে গণতন্ত্রের বাহন নির্বাচনকে ধ্বংস করা হয়েছে, সেখানে গণতন্ত্র থাকতে পারে না৷’

সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে গতকাল শনিবার (৭ জানুয়ারি) বিকেলে বিএনপির ১০ দফা দাবি ও রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা বিষয়ে বিশ্লেষণ ও ব্যাখামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এ কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশন এখন ক্ষমতাসীন প্রার্থীদের বিজয়ী ঘোষণার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

দুর্নীতির উদাহরণ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে কোভিডের সময় ১৪ হাজার কোটিপতির সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে চার বছরে চার কোটি মানুষ অধিক দরিদ্র হয়েছে৷’

নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের এ অবস্থা চলতে পারে না। তাই জনগণের দল বিএনপি দেশের সংকট উত্তরণে রাষ্ট্র কাঠামো সংস্কারে ২৭ দফা দাবি নিয়ে মানুষের কাছে যাচ্ছে৷’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com