যে নির্বাচনে দিনের ভোট রাতে হয় সে নির্বাচনে যাবো না: জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যে নির্বাচনে দিনের ভোট রাতে হয় সে নির্বাচনে যাবো না। আমাদের দাবি মেনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ বিষয়ে আন্দোলনরত দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক জানান, আমরা স্পষ্টভাবেই বলছি রাজনৈতিক ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমাদের নেতা তারেক রহমানকে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে। আমরা এটা মানি না।
তিনি বলেন, ইতিহাস আছে অনেক নেতাই বাইরে থেকে দেশের উন্নয়ন ও দেশের রাজনীতি কন্ট্রোল করতে পারে। সেজন্য বিএনপি নেতা তারেক রহমানও দূরে থাকলেও সুষ্ঠুভাবে দল পরিচালনা করে যাচ্ছেন।