নির্বাচনে কে অংশ গ্রহণ করল, আর কে করল না, তাতে কিছু যায় আসে না: কৃষিমন্ত্রী

0

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘নির্বাচনে কে অংশ গ্রহণ করল, আর কে করল না, তাতে কিছু যায় আসে না। তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো বিএনপিকে নির্বাচনে আনার জন্য।’

তিনি বলেন, ‘সংবিধানের আলোকে সববিছু হতে হবে। বিএনপি যদি দলীয়ভাবে নির্বাচনে না আসে, তারপরও দেশে নির্বাচন সংবিধান অনুযায়ী সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সময় মতো অবশ্যই অনুষ্ঠিত হবে।’

তিনি শনিবার (৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলার মধুপুরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, আপনারা অপেক্ষা করেন, বিএনপি নির্বাচনে আসবে কি-না, এই জবাব তাদের কাছ থেকেই আপনারা পাবেন। বিএনপি বলছে নির্বাচনে আসবে না। এ রকম আন্দোলন করতে থাকবে, তারা ১৪ বছরে আন্দোলনে সফল হয় নাই। এবারো সফল হবে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com