বিএনপি-জামায়াতের হাত আগুনে পুড়িয়ে দেওয়া হবে: শেখ হাসিনা
আওয়ামী লীগের ১০ বারের সভাপতি ও ক্ষমতাসীন সরকারের প্রধান শেখ হাসিনা বিএনপি-জামায়াতদের হাত আগুনে পুড়িয়ে দেওয়ার কথা বলেছেন। নেতাকর্মীদেরও প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (৭ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির নবনির্বাচিত জাতীয় কমিটি, কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ নির্দেশ দেন শেখ হাসিনা।
আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, বিএনপি-জামায়াত আগুন দিয়ে আবারও মানুষ পোড়াতে চাইলে তাদের হাত আগুনে পুড়িয়ে দেওয়া হবে। কেউ দেশের ক্ষতি করতে চাইলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে।