মঞ্চ ভেঙে আহতদের প্রতি ছাত্রলীগের সমবেদনা

0

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) আয়োজিত শোভাযাত্রার আগে অনুষ্ঠিত বক্তব্য প্রদান পর্বে মঞ্চ ভেঙে পড়ে। এতে আহত হন ৮ জন।

সেদিনের ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সমবেদনা জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী মূহুর্তে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ ঘটনায় আহত জাতীয় নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতাকর্মী, সংবাদ মাধ্যমের বন্ধু ও স্বেচ্ছাসেবীদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে ব্যথিত।

বিবৃতিতে ছাত্রলীগ আরও বলে, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আদর্শিক মনোবল নিয়ে সম্পূর্ণ সুষ্ঠুভাবে শোভাযাত্রাটি শেষ করেছে, সেই শক্তিই আগামী দিনের পথচলার প্রেরণা। সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতে আরও যত্নশীল ও সতর্ক থাকার শপথ গ্রহণ করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com