বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা
মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি ঢাকা ডমিনেটর্স ও খুলনা টাইগার্স। টস জিতে ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেন। খুলনা টাইগার্সকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
ম্যাচ ১.৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ৩০ মিনিট বিলম্বে টস অনুষ্ঠিত হয়েছে। মূলত ঘন কুয়াশার কারণে বিলম্বিত হয়েছে টসের।
ঢাকা ডমিনেটরস একাদশ: সৌম্য সরকার, দিলশান মুনাবিরা, নাসির হোসেন (অধিনায়ক), উসমান গনি, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, আহমেদ শেহজাদ, মুক্তার আলী, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন
খুলনা টাইগার্স একাদশ: তামিম ইকবাল, শারজিল খান, আজম খান, ইয়াসির আলী (অধিনায়ক), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, মোহাম্মদ সাইফুদ্দিন, পল ভ্যান মেকরেন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ।সূত্র: ঢাকাপোস্ট