তারেক-জোবায়দার সম্পত্তি ক্রোকের নির্দেশ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
শনিবার (৭ জানুয়ারি) নয়াপল্টনে দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রশাসনের লোকদের চাপে ফেলে, চাকরি হারানোর ভয় দেখিয়ে আওয়ামী লীগ সরকার যা খুশি আদায় করে নিচ্ছেন। তাই আমি বলছি, আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে এই দেশকে মুক্ত করতে হবে। দেশে আইনের সুশাসন ও স্বাধীন আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
বিক্ষোভ মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।