এখন কিছু কিছু দল আছে, জিরো প্লাস জিরোতে জিরো হয়: কাদের
এখন কিছু কিছু দল আছে, জিরো প্লাস জিরোতে জিরো হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এখন তারা থাকলেও কি, না থাকলেও কি? আমি কাউকে উপহাস করছি না। ডেমোক্রেসিতে অনেক দল আছে সাইনবোর্ডে, অনেকে লেটারহেডে আছে। এই ঐক্যের ভবিষ্যৎ কি? সেটা আমাদের অভিজ্ঞতা শুভকর হবে বলে মনে করি না। ’