সুপ্রিম কোর্টের রায় অমান্য করে বর্তমান সরকার ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিল করেছে: জয়নুল
সুপ্রিম কোর্টের রায় অমান্য করে বর্তমান সরকার ‘তত্ত্বাবধায়ক সরকার’ বাতিল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।
তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিল।
এখন শুধু আওয়ামী লীগ বাদে সব দলই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। আওয়ামী লীগ যদি গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উচিত হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা বিএনপি আয়োজিত ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বিষয়ে বিশ্লেষণমূলক শীর্ষক আলোচনা সভায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জয়নুল আবেদীন এসব কথা বলেন।
বরগুনা সিরাজ উদ্দিন মিলনায়তনে এ আলোচনা সভা হয়।