মজলুমের উপর আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন আল্লাহ সইবে না: হেফাজত
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, কারাবন্দী হেফাজত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। মজলুমের উপর আওয়ামী লীগ সরকারের জুলুম-নির্যাতন আল্লাহ সইবে না।
শুক্রবার বিকেলে ফটিকছড়ির জামেয়া ইসলামীয়া বাবুনগর মাদরাসার প্রতিষ্ঠা শতবার্ষিকী ও আন্তর্জাতিক দস্তারবন্দী সম্মেলনের তৃতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতার মসনদে থাকতে চাইলে দ্রুত হেফাজত কর্মীদের মুক্তি দিতে হবে। নইলে এ সরকার বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে বলেও ক্ষোভ প্রকাশ করেন হেফাজত আমির।
এ সময় তিনি আরো বলেন, হেফাজতের অনেক আলেম-ওলামা বন্দী অবস্থায় কারাগারে দুর্বিষহ জীবনযাপন করছেন। তাদের পরিবার ও প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের মুখে। আলেম-ওলামাদের কেউ কেউ কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তাদের দ্রুত মুক্তি ও মামলা প্রত্যাহারের করতে হবে।