সর্বোচ্চ পারিশ্রমিক রোনালদোর, দুইয়ে মেসি

0

ফুটবলবিশ্বকে চমকে দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়ে বড় অঙ্কের অর্থ পকেটে পুরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যা তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটে পরিণত করেছে।

তালিকায় দুইয়ে অবস্থান তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির।

আল নাসেরে রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, রোনালদোর বার্ষিক বেতন হবে ৭৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা ৭০০ কোটিরও বেশি। স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি বেতন পাওয়া অ্যাথলেট এখন রোনালদো।

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটকে তালিকা প্রকাশ করেছে ‘ডিবিআরএস মর্নিং স্টার’ নামের এক কনসালটেন্সি ফার্ম। তাদের তথ্য অনুযায়ী, রোনালদোর পর দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। তৃতীয় স্থানে রয়েছেন নেইমার। সেরা ১০ এ নেই কিলিয়ান এমবাপ্পের নাম।

তালিকা অনুযায়ী, রোনালদোর বার্ষিক আয় ১১২.১ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে থাকা মেসির আয় ৭০.৬ মিলিয়ন ইউরো। তৃতীয় স্থানে থাকা নেইমারের আয় ৬৫.৯ মিলিয়ন ইউরো। ১০ জনের তালিকায় নেই আর কোনও ফুটবলারের নাম।

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অ্যাথলেটের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন এনএফএলের খেলোয়াড় ম্যাথু স্ট্যাফোর্ড। তার বাৎসরিক আয় ৬৫.৭ মিলিয়ন ইউরো। এরপর যথাক্রমে রয়েছেন জস অ্যালেন (এনএফএল), অ্যারন রজার্স (এনএফএল), লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান), দেশান ওয়াটসন (এনএফএল), কির্ক কসিন্স (এনএফএল), ম্যাক্স ভার্স্টাপেন (ফর্মুলা ওয়ান)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com