ক্ষমতায় চেপে বসা আ.লীগ সরকারের বিদায় চায় জনগণ:

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জনগণ ক্ষমতায় চেপে বসা আওয়ামী লীগ সরকারের বিদায় চায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঘোষিত ১০ দফা ও রাষ্ট্র মেরামতে ২৭ দফা রূপরেখার দাবিতে দেশের প্রায় ৩৩টি রাজনৈতিক দল আমাদের প্রতি সমর্থন ব্যক্ত করে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত হতে চেয়েছেন।

গতকাল বুধবার (৪ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্ণীতি ও প্রতিহিংসার রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ থেকে উত্তরণে সরকার পরিবর্তনের বিকল্প নাই। দলীয় সরকারের অধীনে কখনই সঠিকভাবে জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই সংসদ ভেঙ্গে দিয়ে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। নয়তো জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতণ ঘটানো হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com