২৭ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে, এতে করে দেশে সুশাসন সুনিশ্চিত হবে: দুলু

0

বিএনপির সাংগঠনিক সম্পাদকর রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামীতে ২৭ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। এতে করে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠাসহ সকলের অধিকার সুনিশ্চিত হবে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে নওগাঁ উকিলপাড়া শিশুপার্কে জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে নওগাঁ পৌর মেয়র নজমুল হক ছনি, জেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ধুলুসহ জেলার ও উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুলু বলেন, সংবিধানের কিছু ধারা পরিবর্তন করা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। স্বাধীনভাবে মানুষের কথা বলা এবং ভোটের অধিকার নিশ্চিত করা হবে।

এসময় ২৭ দফা উত্থাপন করেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com