মাহির মনোনয়ন নিয়ে যা বললেন মুরাদ হাসান
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। এ বিষয়ে এবার কথা বলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
ডা. মুরাদ বলেন, ‘মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে এতে আমার কোনো মাথাব্যথা নেই কিংবা এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটি সম্পূর্ণ দলীয় বিষয়।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সভানেত্রী, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাচা; তারা যা ভালো মনে করবেন তাই সিদ্ধান্ত নেবেন। দলীয় মনোনয়ন বোর্ড আছে আওয়ামী লীগের, তারাও সিদ্ধান্ত নেবেন কে এমপি হবে, কে মনোনয়ন পাবে।’