মনোনয়ন ফরম জমা দিলেন মাহি
চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপ-নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন। পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গেও দেখা করেন।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহি।