ঢাকায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

0

বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগর উত্তর শাখা দুই ভাগে বিভক্ত হয়ে এ কর্মসূচি করেছেন।

প্রথমভাবে নেতৃত্ব দেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি রেজাউল করিম। তাদের নেতৃত্বে জুমার নামাজের পর মালিবাগের আবুল হোটেলের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি মৌচাকে পৌঁছালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, মহানগর উত্তর জামায়াতের আরেকটি অংশ একই সময়ে রামপুরা বাজার থেকে মিছিল শুরু করে। এতে নেতৃত্ব দেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার।

এ মিছিল মালিবাগ রেলগেট পার হয়ে ডেন্টাল মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জামায়াত নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশও করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com