১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের গণ অবস্থান কর্মসূচি
আগামী ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন মঞ্চের নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।
শুক্রবার গণমিছিল শেষে কাকরাইল মোড়ে এক সমাপনী বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
বাবলু বলেন, শান্তিপূর্ণভাবে গণতন্ত্র মঞ্চের গণমিছিল শেষ হয়েছে। ১১ জানুয়ারি গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি হবে। সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খান প্রমুখ।