বিএনপির কর্মসূচিতে সতর্ক থাকবে আ.লীগ, বিশৃঙ্খলা হলে আ.লীগ দাঁড়িয়ে তা দেখবে না: কাদের
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীতে বিভাগীয় গণমিছিল করবে বিএনপি। তাদের এবারের কর্মসূচিতেও গত ১০ ডিসেম্বরের মতো সারা দেশে সতর্ক থাকবে সরকার। কোনও বিশৃঙ্খলা হলে আওয়ামী লীগ দাঁড়িয়ে তা দেখবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিশৃঙ্খলা হলে আওয়ামী লীগ ললিপপ খাবে না।
বিশৃঙ্খলা না করার শর্তে ৩০ ডিসেম্বর রাজধানীতে বিভাগীয় গণমিছিল করার জন্য বিএনপিকে অনুমতি দিয়েছে মহানগর পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এ অনুমতি পায়। তবে গণমিছিল করার জন্য বিএনপিকে রুট নির্দিষ্ট করে দিয়েছে ডিএমপি। শুক্রবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত তারা এই কর্মসূচি চালাতে পারবে।