তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আ.লীগের জামানত বাজেয়াপ্ত হবে: বুলু

0

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না। তাদের জামানত বাজেয়াপ্ত হবে। যেমনটি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানব সেবা সংঘ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বুলু বলেন, আপনি (শেখ হাসিনা) অবিলম্বে পদত্যাগ করুন। একটি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন। দেশ যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো এক মঞ্চে এসে দাঁড়াচ্ছে। সময় থাকতে থাকতে পদত্যাগ করে দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিন।

তিনি বলেন, গণ আন্দোলনের মাধ্যমে যদি আপনার পদত্যাগ হয়, তাহলে আপনার নেতাকর্মীদের কী অবস্থা হবে সেটা আমরাও জানি না।

তিনি আরো বলেন, আমরা আন্দোলন করছি এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- সেই অবস্থা ফিরিয়ে আনার জন্য। আমরা মুক্তিযুদ্ধ করেছি গণতন্ত্র, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য। কিন্তু আজ সংবাদপত্রের বিরুদ্ধে কালা কানুন; মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ও গণতন্ত্র নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com