সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন ও দেশ মেরামতের দাবি এবি পার্টির

0

ষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন ও দেশ মেরামতের দাবি জানিয়েছে এবি পার্টি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এবি পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দুই দাবি জানান দলটির নেতারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, বাংলাদেশের ৫১ বছরের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া কোনো সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হয়নি। বর্তমান সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। তাই আমরা সর্বপ্রথম রাষ্ট্র বিনির্মাণ ও মেরামতের কথা বলেছি। সরকারের নেতা-মন্ত্রীরা মনে করছেন ক্ষমতা হারালে তাদের লাখ লাখ লোকের নিরাপত্তা বিঘ্নিত হবে। এ আতঙ্ক ও ভয় থেকে তারা আরও বেশি স্বৈরতান্ত্রিক আচরণ করছে।

দলটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, আমরা ইতোমধ্যেই দেশের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত নির্বাচন থেকে দেখতে পেয়েছি যে, কোনো দলীয় সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগাদা অনুভব করে না। যদিও বিরোধীদলে থাকা অবস্থায় তারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো বিকল্প খুঁজে পান না- এ দ্বিচারিতা জাতীয় রাজনীতিকে এক গভীর খাদের কিনারায় এনে ঠেকিয়েছে।

সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, এবি পার্টির দুই দফা নিরপেক্ষ নির্বাচন ও দেশ গড়ার রূপরেখা- আজ দেশের মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। এবি পাৰ্টি যুগপৎ নয় বরং স্বতন্ত্র বজায় রেখে ঘোষিত দুই দফার ভিত্তিতে জাতীয় আন্দোলন চালিয়ে যাবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ, সিনিয়র সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, অফিস সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক প্রমুখ।

এদিকে সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com