উপ-নির্বাচন: প্রথমদিনে আ.লীগের দলীয় ফরম বিক্রি ৩১টি
নির্বাচন কমিশন ঘোষিত পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) প্রথমদিন ৩১ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম সংগ্রহ করেছেন। সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রহীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারছেন। চলবে শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত।