প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেন গুরুতর অসুস্থ

0

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেন গুরুতর অসুস্থ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেটশন সাপোর্টে নেয়া হয়েছে।

বুধবার এ তথ্য জানিয়েছেন তার জুনিয়র আইনজীবী মাহবুবুর রহমান দুলাল।

তিনি জানান, হঠাৎ স্যারের ফুসফুসে পানি আসায় গত পরশু দিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে পানি বের করার পর তার হার্ট ফেল করে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেয়া হয়। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র আইনজীবীরা জানান, স্যার সম্প্রতি সিঙ্গাপুর থেকে চেকআপ করে এসেছেন। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ এই আইনজীবী। তখন শারীরিক অবস্থার অবনতি হলে কিছু দিন তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়েছিল। পরে আইসিইউ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্যে গঠিত আদালতের প্রধান কৌঁসুলী ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

খন্দকার মাহবুব হোসেন ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্য্ন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদ পান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com