নবগঠিত ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি’র

0

নবগঠিত ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করেছেন বিএনপির লিঁয়াজো কমিটির নেতারা।

মঙ্গলবার (২৭ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

অপরদিকে ১২দলীয় জোটের নেতাদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ মুসলীম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, এনডিপির মহাসচিব আবদুল্লাহ আল হারুন সোহেল উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com