এদেশে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে না: আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, এদেশে আন্দোলনের মাধ্যমে সরকারের কোনো পতন হবে না। সরকারের পতন হবে নির্বাচনের মাধ্যমে।
জনগণ যদি আমাদের ভোট না দেয়, প্রত্যাখ্যান করে, আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে দেব।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, যতক্ষণ পর্যন্ত একটি বৈধ সরকার আমরা আছে। আমরা দেশ পরিচালনা করবো। কোনো হুমকি-ধামকি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। এটা জনগণের দল। তৃণমূলের জনগণের মাঝে আমাদের শিকড়। ইচ্ছে করলেই আমাদের উপড়ে ফেলা যাবে না।