আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণের ভাগ্য গড়া: শেখ হাসিনা
সংগঠন বলতে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই আছে উল্লেখ করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সংগঠন বলতে সারা বাংলাদেশে, যদি সত্যি কথাটা বলা যায় তবে আওয়ামী লীগই আছে। এটা ঠিক। আমরা তো মাটি মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন। আর বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী।
আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি গঠনের পর রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণের ভাগ্য গড়া। আর সেটাই আমরা কিন্তু করে যাচ্ছি এবং সেটা আমাদের করতে হবে।