ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জামায়াতে ইসলামীর গণমিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মুক্তিসহ ১০ দফা দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ বিক্ষোভ মিছিল করেছে তারা।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার গণআন্দোলনে ভীত হয়ে পতন আতঙ্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। ১০ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণার পর তাদের মধ্যে হৃদস্পন্দন বেড়ে গেছে। বক্তারা অবিলম্বে জামায়াত আমিরের নিঃশর্ত মুক্তি দাবি করেন।