১০ দফা দাবি পূরণের লক্ষ্যে বান্দরবানে বিএনপির গণমিছিল

0

বিএনপির ঘোষিত ১০ দফা কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী মার্কেটে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতাকর্মীরা বিএনপি ঘোষিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় বন্ধ করার দাবি জানান। এছাড়াও অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সরকার গঠনসহ সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

এ সময় সমাবেশে বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, মো. আব্দুল মাবুদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলছুম লিনাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com