মির্জা ফখরুল সহ নেতাদের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির গণমিছিল

0

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাদের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির অফিসে এসে সমবেত হোন বিএনপির নেতাকর্মীরা।

পরে একটি গণমিছিল বের হয়ে চৌরাস্তা দিয়ে নরেশ চৌহান সড়ক হয়ে কালিবাড়ি মোড় প্রদক্ষিণ করে আবার বিএনপি অফিসে এসে শেষ হয়। গণমিছিল শুরুর পূর্বে  বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন।

জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও আমাদের নেতাদের নিঃশর্ত মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলনের করার পাশাপাশি স্থানীয় ভাবে আরও কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় জেলা যুবদলের সভাপতি আবু নুর তুহিন বলেন, আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীর কারণে ক্ষমতায় রয়েছে। আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে সতর্ক করে বলতে চাই, এ সরকার আজীবন ক্ষমতায় থাকবে না। যারা আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তারা মনে রাখবেন। আমরা সবকিছু মনে রেখেছি। জেলে যেতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি তবুও এ সরকারের পতন চাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com