নোয়াখালী পৌরসভা এলাকা থেকে বিএনপির ২৪ নেতাকর্মী গ্রেফতার
নোয়াখালী পৌরসভা এলাকা থেকে বিএনপির ২৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠায়।
এর আগে বৃহস্পতিবার রাতে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিকদলের সভাপতি দেলোয়ারের বাসা তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে শনিবার বিএনপির গণমিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আহ্বান করে নোয়াখালী পৌরসভার বিএনপির অঙ্গ ও সহযোগী নেতা-কর্মীরা। সেই সভা থেকে বিএনপি নোয়াখালী শহর সভাপতি আবুনাছের, সেক্রেটারি শাহা জাফর উল্লা রাসেল, সিনিয়র বিএনপি নেতা ওমর ফারুক দেলোয়ার হোসেন, আ আই আরাম (ভিপি আরাম), হারুন, জিএস দুলাল, ভিপি পলাশ, জিএস হারুনসহ ২৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের সোপর্দ করা হয়।
সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
এ দিকে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি নুরুল আমিন খান বলেন, গণমিছিলের প্রস্তুতি সভা থেকে গণতান্ত্রিক অধিকার মিছিল বানচালের জন্য কার্যত অতি উৎসায়ী পুলিশ দলীয় নেতা কর্মীদের গ্রেফতার করে।