‘ধর্মবর্ণ নির্বিশেষে কামাল ইবনে ইউসুফ ছিলেন একজন অসাম্প্রদায়িক জননেতা’

0

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, পাঁচবারের নির্বাচিত এমপি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে মরহুমের পরিবারের উদ্যোগে এর আয়োজন করা হয়।

সভায় চৌধুরী কামাল ইবনে ইউসুফের আরেক মেয়ে চৌধুরী সাদাব ইউসুফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশীদ বাচ্চু, গোলাম রব্বানী ভুঁইয়া রতন, তানভীর চৌধুরী রুবেল, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, শহর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কৃষক দল নেতা শফিকুল ইসলাম মিঠু, যুবদল নেতা রেজোয়ান বিশ্বাস তরুণ, ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েস, শাহরিয়ার শিথীলসহ পরিবারের সদস্য এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন সত্যিকারের একজন মাটি ও মানুষের নেতা। তিনি কখনো হানাহানির রাজনীতি করেননি। ধর্মবর্ণ নির্বিশেষে তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক জননেতা। তারা চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফিরাত কামনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com