আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: সাইফুল হক

0

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন পুরোপুরি পথ হারিয়েছে। গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন তার গণতান্ত্রিক ঐতিহ্য বিসর্জন দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সাভারে ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির বর্ধিত সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে তারা দেশের জনগণের ভোটের অধিকার হরণ করেছে। অথচ এই ভোটের অধিকারের জন্যই একসময় তারা রাজপথে মরণপণ সংগ্রাম করেছিল।’

সাইফুল হক বলেন, ‘২০১৪ সালে একতরফা নির্বাচন ও ২০১৮ সালের নির্বাচনি তামাশার পর আওয়ামী লীগ দেশের জনগণ ও সব বিরোধী দলকে বাস্তবে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com