একমাত্র আ.লীগই আইন মেনে দল পরিচালনা করে: শিক্ষামন্ত্রী

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ যেভাবে এতদিন নেতৃত্ব দিয়ে গেছে, ঠিক সেভাবে আগামীতেও নেতৃত্ব দিয়ে যাবে। একমাত্র আওয়ামী লীগই নির্বাচনের আইনগুলো মেনে দল পরিচালনা করে।’

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বর নতুন বছরের পাঠ্যবই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পহেলা জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা বই পাবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com