ঢাকা ব্যতিত শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে গণমিছিল করবে বিএনপি
সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর শনিবার দেশব্যাপী জেলা ও মহানগরে (ঢাকা ব্যতিত) গণমিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জনসাধারণ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সবস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আগামী শনিবারে জেলা ও মহানগরের গণমিছিলে যোগ দিয়ে ১০ দফার আন্দোলনকে এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
উল্লেখ্য, বিগত ১০ ডিসেম্বর ২০২২ বিএনপির ঢাকা বিভাগীয় গণ-সমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। ওই দাবিতে ২৪ ডিসেম্বর দেশব্যাপী জেলা ও মহানগরে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া ঢাকা মহানগরীতে গণমিছিল হবে আগামী ৩০ ডিসেম্বর।