দাবি না মানা হলে নিজেরাই স্কুলের সাইনবোর্ড খুলে মূল নামের সাইনবোর্ড টানিয়ে দেবো: আইভী

0

ঐতিহ্যবাহী ‘নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের’ নাম পরিবর্তন করায় এর প্রতিবাদে মানববন্ধন করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ ছাড়াও নানা দাবি করেছেন মানববন্ধনে অংশগ্রহণ করা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। মেয়র আইভী ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী।

মানববন্ধনে আইভী বলেন, ‘স্কুলের নাম পরিবর্তন করে আমাদের মনে ও ইতিহাসকে আঘাত করা হয়েছে। তাই আমাদের দাবি না মানা হলে নিজেরাই স্কুলের সাইনবোর্ড খুলে ফেলবো এবং স্কুলের মূল নামের সাইনবোর্ড টানিয়ে দেবো। প্রশাসন যদি আমাদের যৌক্তিক দাবিগুলো না মানে তাহলে আমরা প্রাক্তন শিক্ষার্থীরাই যথেষ্ট। আমাদের বাধ্য করবেন না। আশা করি জেলা প্রশাসক আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান দেবেন।’

তিনি বলেন, ‘স্কুলের নতুন ভবনের নাম ডিসি রাব্বি (সাবেক জেলা প্রশাসক) কেন করা হবে। এই ভবনটি প্রয়াত প্রধান শিক্ষক আয়েশা জালালের নামে নামকরণ করার দাবি জানাচ্ছি। এ ছাড়াও আমাদের পুরোনো ভবনটিতে অনেক স্মৃতি রয়েছে। এটা ভাঙা যাবে না। এটা সংরক্ষণ করার আহ্বান জানাচ্ছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com