‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা দিচ্ছে বিএনপি

0

আগামী দিনে ক্ষমতায় এলে রাষ্ট্র সংস্কার করার ঘোষণা ইতোমধ্যে দিয়েছে বিএনপি। সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর গুলশানে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক শিরোনামে রূপরেখা পাঠ শুরু হয়েছে। হোটেল দ্য ওয়েস্টিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সংক্ষিপ্ত রূপরেখা উপস্থাপন করছেন। অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা, বিশিষ্ট নাগরিক, সাংবাদিকসহ অনেকে অংশ নিয়েছেন।

সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ওয়েস্টিনের হল পূর্ণ হয়ে যায়। ৩টা ৬ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যাপক দিলারা চৌধুরী ও অধ্যাপক এসএম ফায়েজ প্রমুখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ মোয়াজ্জেম হোসেন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অনেকে অংশ নিয়েছেন।

বিরোধী দলগুলোর মধ্যে গণফোরাম সভাপতি মোস্তফা মহসীন মন্টু, অধ্যাপক আবু সায়ীদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াসহ ২০ দলীয় জোটের শরিক দলগুলোর অনেকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাগত বক্তব্য দেন।

এরআগে, ২০১৭ সালের ১০ মে ভিশন-২০৩০ ঘোষণা করেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেই ভিশনকে কেন্দ্র করে নতুন এই ‘রূপরেখা’ প্রস্তুত করা হয়েছে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়া শর্তবন্দি হয়ে গৃহে অন্তরীণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘নির্বাসনে’, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে রেখে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা রাজনৈতিকভাবে কতটা কার্যকর হবে— তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com