জর্জিনার ‘চাপে’ রোনালদো আজ আর্জেন্টিনা

0

কাতার বিশ্বকাপের শেষ আট থেকে আগেই বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। তারপরও বিশ্বকাপে চোখ আছে সিআরসেভেনের। আজ রোববার আর্জেন্টিনা ও ফ্রান্সের বিশ্বকাপ ফাইনালটাও দেখবেন তিনি। এ ম্যাচে পর্তুগিজ সুপারস্টার কাকে সাপোর্ট করছেন এটা নিয়ে চলছে আলোচনা। 

রোনালদোর সঙ্গে লিওনেল মেসির দ্বৈরথ থাকায় অনেকের ধারণা তিনি ফ্রান্সকে সমর্থন দেবেন। কিন্তু নিশ্চিত হওয়া গেল-তার বান্ধবীর জন্য আর্জেন্টিনাকে সমর্থন দেবেন রোনালদো।

যার সঙ্গে সংসার বেঁধেছেন সেই জর্জিনা রড্রিগুয়েজ একজন আর্জেন্টাইন। এ কারণে মেসির হাতে ফাইনালে ট্রফি দেখতে চাইতেই পারেন রোনালদো। নিজের প্রিয়তমাকে সবসময় অন্যরকমভাবে ভালোবাসেন এই পর্তুগিজ সুপারস্টার। অতীতেও সব সময়ই জর্জিনার পাশে ছিলেন রোনালদো।

এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘আমার বান্ধবী আর্জেন্টাইন। অনেকেই জানে না, সে হাফ আর্জেন্টাইন, হাফ স্প্যানিশ। আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। যদিও অনেকেই ভাবে আমি পছন্দ করি না। সত্যিই আর্জেন্টিনাকে পছন্দ করি আমি।’

তার মানে স্ত্রীর ‘চাপে’ই ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com