নির্বাচনবিহীন সরকার রাষ্ট্রের দুর্ভাগ্য: রব

0

‘নির্বাচনবিহীন সরকার রাষ্ট্রের দুর্ভাগ্য’-মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের সম্মতিই হচ্ছে সরকারের ক্ষমতার একমাত্র বৈধ উৎস। কিন্তু গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন থেকে জনগণকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। ফলে দেশ পরিচালিত হচ্ছে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ও সম্মতিবিহীন কর্তৃত্ববাদী সরকার দ্বারা।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর জনগণের মালিকানার ভিত্তিতে কেবল সর্বজনীন ভোটাধিকার সরকারব্যবস্থা প্রবর্তনের মূলশক্তি হিসেবে সংবিধানে ঘোষিত হয়। কিন্তু ক্ষমতাসীনরা ক্ষমতার অতি লোভে তা ক্রমাগত ধ্বংস করে ফেলেছে।’

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ ডিসেম্বর উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ‘জনগণের কর্তৃত্বকে অস্বীকার করে ক্ষমতা ধরে রাখার অপরাজনীতি মুক্তিযুদ্ধের রাষ্ট্রে আর চলতে দেওয়া যায় না। বর্তমান সরকারকে বিদায় করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ ঘটিয়ে কাঙ্ক্ষিত রাষ্ট্রের বিনির্মাণ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com