আটকে গেল লিভারপুল
রোববার শ্রুসবেরির মাঠে চতুর্থ রাউন্ডের ম্যাচে ২-০তে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।
জুর্গেন ক্লপ অবশ্য দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন।
ড্র করায় এখন আবার রিপ্লে ম্যাচ খেলতে হবে।
সেটি শীতকালীন বিরতির মধ্যে পড়ায় রিপ্লে ম্যাচে অনূর্ধ্ব-২৩ দল খেলাবে লিভারপুল।
সেই ঝামেলায় যেতে হচ্ছে না ম্যানসিটি ও ম্যানইউকে।
ফুলহ্যামকে ৪-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটে ফেলেছে ম্যানসিটি।
ট্রানমের রোভার্সকে ৬-০ গোলে বিধ্বস্ত করে তাদের সঙ্গী হয়েছে ম্যানইউ।