নাচোর গোলে নাচল রিয়াল

0

আগেরদিন বার্সেলোনা হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদের জন্য মঞ্চ ছিল প্রস্তুত। ঘরের মাঠে রিয়াল ভায়াদোলিদ বুক চিতিয়ে লড়াই করলেও শেষপর্যন্ত জিদানের দলকে আটকাতে পারেনি।

প্রতিপক্ষের মাঠে দাপুটে ফুটবল উপহার দিতে না পারলেও নাচোর গোলে ঠিকই নাচল রিয়াল। রোববার ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়ে ১০০ দিন পর এককভাবে লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল।

বার্সাকে পেছনে ফেলেছে তিন পয়েন্টের ব্যবধানে। ২১ ম্যাচ শেষে রিয়াল ও বার্সার সংগ্রহ যথাক্রমে ৪৬ ও ৪৩ পয়েন্ট। লেগানেসের সঙ্গে গোলশূন্য ড্র করে তিনে উঠে আসার সুযোগ হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ (৩৬)।

রিয়ালকে এদিন দীর্ঘসময় আটকে রেখেছিল ভায়াদোলিদ। অবশেষে ৭৮ মিনিটে টনি ক্রুসের ক্রস থেকে হেডে অচলায়তন ভাঙেন নাচো হার্নান্দেজ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com