আন্দোলন সফল করতে দলীয় নেতা-কর্মীদের মৃতুর জন্য প্রস্তুত থাকতে হবে: আমান
দলীয় নেতা-কর্মীদের মৃতুর জন্য প্রস্তুত থাকার শপথ পাঠ করিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেছেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে, এখন একটাই দাবি, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ। এর জন্য আমাদের রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।
আমান উল্লাহ আমান বলেন, এই আওয়ামী সরকার সারা দেশে হত্যা, গুম, খুন করে তাদের হাত এখন রক্তে রঞ্জিত। পুরো দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আওয়ামী সরকারের লুটপাটের কারণে দেশের মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। দ্রব্যমূল্য আজ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে আরেকটি যুদ্ধ করতে হবে।
বুধবার (০৯ নভেম্বর) বিকেলে ভাটারার ছোলমাইদে ঢাকা মহানগর উত্তর বিএনপির ভাটারা, উত্তরা পূর্ব-উত্তরা পশ্চিম ও বিমানবন্দর থানা বিএনপি ও অংগসংগঠনগুলোর যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ বলেন, আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে বিএনপির কোটি কোটি সমর্থক রাস্তায় নামবে। হাসিনাকে ক্ষমতায় রেখে এ দেশে কোনো নির্বাচন নয়। নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে।