১০ ডিসেম্বরের সমাবেশে আমরাও থাকব: মান্না

0

আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রবিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘যুগপৎ আন্দোলন ও রাষ্ট্রের গণতান্ত্রীক রূপান্তর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

মান্না বলেন, ‘ঢাকায় একটা মহাসমাবেশ হবে যেটা এর আগে কখনো হয়নি। ১০ তারিখ যদি আমরা রাস্তায় নামতে পারি আমি মনে করি এই স্বৈরাচার সরকারের পতন হবে। পুরো পরিস্থিতিই বদলে গেছে। সারাদেশে যে সমাবেশ হয়েছে বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ সেগুলোতে অংশ নিচ্ছে। আমি একটা কথা বলতে চাই। বিএনপি এই সংকটে একা লড়বে না। আমরাও বিএনপির সঙ্গে আছি। এখন বাংলাদেশে আট কোটি মানুষ গরিব, চার কোটি বেকার। যার মধ্যে এক কোটি মানুষ শিক্ষিত বেকার। এই সরকারের অর্থনৈতিক সংকট এত তীব্র। এই সরকারের পতন হলে তারপর যেই সরকার আসবে তাকেও এই ক্রাইসিস মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের আমরা বিচারে নিয়ে আসব কোনো দলের প্রতি, পরিবারের প্রতি ও ব্যক্তির প্রতি আমাদের হিসাব-নিকাশ নেই। কিন্তু একটা মানুষ তার নাম যত ব্যাপক, পরিচিতি যত ব্যপক, তিনি যদি এ দেশের দূরাবস্থার কারণ হন তাহলে নিশ্চয় তার বিচার করতে হবে। সেই বিচারের বিষয়ে আমরা আবার কোনো বাড়াবাড়ি করব না। বিচারের স্বাভাবিক পদ্ধতি যা হবে সে আলোকেই বিচার হবে।’

নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন, ‘আগামীতে যে সময় আসছে সেই সময় কেমন হবে? ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত আসতে আসতে কী পরিস্থিতি দাঁড়াবে? গত শনিবার রাতে মির্জা ফখরুল গাড়িতে করে ঢাকায় এসেছেন। তাদের সহযোগী একজন নারী লঞ্চে করে রওয়ানা দিয়েছিলেন। তাকে রাস্তায় আটক করা হয়েছে। র‌্যাব তুলে নিয়ে গেছে। ডিসেম্বর আসতে আসতে সারাদেশে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে। এ জন্য তাদের বিরুদ্ধে লড়তে ঢাকাবাসীকে তৈরি হতে হবে। সেই লড়াইয়ে গণতন্ত্র মঞ্চ ঘোষণা দিচ্ছে আমরা সেই লড়াইয়ের সঙ্গে থাকব।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com