ফরিদপুর-২ আসনে উপনির্বাচন: ভোটার শূন্য বেশিরভাগ কেন্দ্র
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে ভোটগ্রহণ। তবে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিত দেখা যায়নি। কিছু কিছু দু-একজন এসে নির্বিঘ্নে ভোট দিয়ে চলে আসছেন।
সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোনো ভোটারের দেখা পাওয়া যায়নি। অল সময় পার করছেন ভোট সংশ্লিষ্টরা। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জীবাংশু দাস জাগো নিউজকে বলেন, সকাল থেকেই ভোটারদের সংখ্যা কম। বেলা বাড়লে ভোটারের সংখ্যা বাড়তে পারে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ কেন্দ্রে মোট ১৩৪ জন ভোটার ভোট দেন।
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।