বিএনপির সমাবেশ: ভোলা-বরিশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ
ভোলা-বরাশাল রুটে স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে ভোলা স্পিডবোট মালিক সমিতি।
বুধবার (০২ নভেস্বর) রাত ১১টার পর থেকে অনিদিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধার নেওয়া হয়।
বৃহস্পতিবার (০৩ নভেস্বর) ভোরের পরে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে আর কোনো স্পিডবোট ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রয়োজনের তাগিদে ঘাটে এসেও ফিরে গেছন অনেকে। বর্তমানে পুরো ঘাটই একদম ফাঁকা হয়ে গেছে।
ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলে উদ্দিন পেটোয়ারি জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা হতে পারে। এমন আশংকায় স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।