মানুষ রাস্তায় নেমে এসেছে, ইজ্জত থাকতে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করুন: কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘মানুষ রাস্তায় নেমে এসেছে। ইজ্জত থাকতে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করে একটা জাতীয় সরকার গঠন করে দিন। যাদের মাধ্যমে অর্থনীতি সচল হবে, গণতন্ত্র ফিরে আসবে, সুশাসন ফিরে আসবে। আমরা কারও ক্ষতি হোক তা চাই না। মুক্তিযোদ্ধা হিসেবে চাই সমাজ সুন্দর ভাবে চলুক।
গতকাল বুধবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অর্থনৈতিক সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরেপক্ষ নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, ‘অস্বস্তি পরিস্থিতির জন্য অপেক্ষা করবেন না। মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করেন। যে বিএনপির মিছিলে আগে বিশ হাজার লোক হত, এখন কয়েক লক্ষ এখানে সমাবেত হচ্ছে। একটা জিনিস বিশেষ করে লক্ষ্য করার বিষয় রংপুর ছিলো এরশাদের নেতৃত্বাধীন এলাকা যেখানে জাতীয় পার্টি ছাড়া আরও কারও প্রবেশাধিকার ছিল না। সেখানে পায়ে হেঁটে না খেয়ে তিনদিন আগের থেকে সমাবেশে উপস্থিত হয়েছিলেন। সুতরাং এটা দ্বারা কি বোঝেন?’
তিনি আরও বলেন, ‘বিএনপি এলডিপি, জামায়াতে ইসলাম ও অনান্য দলকে নিয়ে ঢাকায় ৫ লক্ষ লোক নিয়ে সমাবেশ করে তাহলে আওয়ামিলীগের অবস্থা কি হবে! তাদের কর্মীদের অবস্থা কি হবে! মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি সেই অবস্থার জন্য অপেক্ষা করবেন?’